Home জাতীয় আইইউবির নতুন উপাচার্য অধ্যাপক তানভীর হাসান

আইইউবির নতুন উপাচার্য অধ্যাপক তানভীর হাসান

SHARE

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রুজভেল্ট ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের রলফ এ ওয়েইল অধ্যাপক, ড. তানভীর হাসান।

সোমবার তার নতুন দায়িত্বভার গ্রহণ করেন। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ আইইউবির উপাচার্য হিসেবে অধ্যাপক তানভীর হাসানকে এ নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক হাসান এর আগে কর্মজীবনে শিক্ষকতার উৎকর্ষতায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক দক্ষতাও প্রদর্শন করেন।