Home জাতীয় করোনায় আরও ১১ জনের মৃত্যু : শনাক্ত ৪৭০

করোনায় আরও ১১ জনের মৃত্যু : শনাক্ত ৪৭০

SHARE

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৩৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৫০৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হন ৪৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৪২৪ জনে। নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৭৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৫ হাজার ৪৯৮ জন।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।