Home জাতীয় ঢাবির ৩ শিক্ষককে অব্যাহতি

ঢাবির ৩ শিক্ষককে অব্যাহতি

SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপককে ৩ বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপককে সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে ৩ বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তিন শিক্ষকই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের।

সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া এ তিন শিক্ষক হলেন- অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক গোলাম আজম ও সহকারী অধ্যাপক মাঈনুদ্দিন মোল্লা।