Home জাতীয় মেডিক্যালে ভর্তি পরীক্ষার্থী ১ লাখ ২২ হাজার ৮৭৩ জন

মেডিক্যালে ভর্তি পরীক্ষার্থী ১ লাখ ২২ হাজার ৮৭৩ জন

SHARE

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৮৭৩ জন।

দেশের সরকারি ৩৭টি মেডিক্যাল কলেজে ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ২২ হাজার ৮৭৩ জন। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতি সভা থেকে এসব কথা জানান সচিব।

বিগত বছরগুলোর তুলনায় এ বছর রেকর্ড সংখ্যক শিক্ষার্থীরা মেডিক্যালে ভর্তির আবেদন করেছেন। যেখানে গত বছর ৭২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছিলো সেখানে এ বছর ১ লাখ ২২ হাজার ৮৭৩ জন আবেদন করেছেন।

এদিকে, আগামী ২রা এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারা দেশের কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এরপর মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীরা বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবেন।