Home বিনোদন তাহসানের পাঁচ শব্দের ফেসবুক স্ট্যাটাসে নেটদুনিয়ায় ঝড়

তাহসানের পাঁচ শব্দের ফেসবুক স্ট্যাটাসে নেটদুনিয়ায় ঝড়

SHARE

পাঁচ শব্দের স্ট্যাটাস লিখে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নিজের ফেসবুক পেজে ইংরেজি বর্ণে লেখা স্ট্যাটাসটি ফেসবুকে তোলপাড় সৃষ্টি করেছে। মঙ্গলবার রাতে এক লাইনের একটি স্ট্যাটাসে তাহসান লেখেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’। ১২ ঘণ্টায় স্ট্যাটাসটি দুই হাজার ৯০০ এর বেশি শেয়ার হয়েছে। মন্তব্য পড়েছে ১৮ হাজার। আর রিয়েকশন পড়েছে এক লাখ ২২ হাজার।
এ স্ট্যাটাস দেয়ার পর ভক্তদের মনে নানা প্রশ্ন উঁকি দিয়েছে। সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে। অভিনেতা ও গায়ক তাহসান এখন কাকে বিশ্বাস করেন, কেনইবা এমন বিশ্বাসের বার্তা দিলেন তার কোনো নিশানা পাওয়া যাচ্ছে না। তবে মন্তব্যের ঘরে সাবেক স্ত্রীর নাম অনেকে উল্লেখ করছেন। এদিকে অনেকের ধারণা, স্ট্যাটাসটি তাহসানের কোনো গানের প্রচারণা হতে পারে। হতে পারে কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণার অংশ। তবে বিষয়টি ঘিরে রহস্য বাড়ছে। আর সেই রহস্যের জট একমাত্র খুলতে পারেন স্বয়ং তাহসানই।