নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। মামলায় দেড়শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পুলিশের কাজে বাধা, পুলিশকে আহত করা, রাস্তায় ব্যারিকেড দেয়া ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করায় উপ-পরিদর্শক (এসআই) জাকির বাদী হয়ে বুধবার (১০ মার্চ) কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।
তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত সিএনজিচালক আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে এখনো (দুপুর ২টা) পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে বসুরহাটে আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।