Home জাতীয় রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাবে না সৌদি আরব : শাহরিয়ার

রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাবে না সৌদি আরব : শাহরিয়ার

SHARE

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম বুধবার বলেছেন, সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা দেশটির সরকার বলেনি। সম্প্রতি সৌদি সফরকালে প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘না, সৌদি আরব বলেনি যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।’

প্রতিমন্ত্রী বলেন, আদেল আল জুবায়ের এটি পরিষ্কার করে দিয়েছেন যে বাংলাদেশের সাথে তাদের ‘এমন কোনো ইস্যু নেই’।

বাংলাদেশ অবশ্য আরও তদন্তের জন্য সৌদি সরকারকে নাম ও পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত জানাতে বলেছে। হাতে লেখা পাসপোর্টে জালিয়াতির সুযোগ রয়েছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এটি দেখব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি বলেছিলেন, যদি কোনো বাংলাদেশির পাসপোর্ট না থাকে তাহলে সরকার অবশ্যই তাদের পাসপোর্ট দেবে।

‘যারা মিয়ানমার থেকে এসেছে তারা বাংলাদেশী নাগরিক নয়, তারা মিয়ানমারের নাগরিক। এটা পরিষ্কার,’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু অনেক পুরোনো, প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরোনো ইস্যু এবং অতীতে রোহিঙ্গাদের নিতে সৌদি আরব খুব উদার ছিল। ‘রোহিঙ্গারা সৌদি শহরের একটি নির্দিষ্ট অঞ্চলে বাস করে।’
সূত্র : ইউএনবি