Home জাতীয় দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৬৬

দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৬৬

SHARE

করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬ জন

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৮ হাজার ৫শ’ ১৫ জনের। ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ১৬ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট শনাক্ত ৫ লাখ ৫৫ হাজার ২শ’ ২২।

একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ২শ’ ৫২ জন। মোট সুস্থ ৫ লাখ ৯ হাজার ১শ’ ৭২। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ছয় দুই শতাংশ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছে সে হার।

আর গেল বছরের মার্চে সংক্রমণ শুরুর পর জুলাই পর্যন্ত দৈনিক শনাক্ত রোগী বেড়েছে। এরপর থেকে কমতে শুরু করে সংক্রমণ।

এদিকে দেশে গণহারে করোনা টিকাদান কর্মসূচি হয় ফেব্রুয়ারির ৭ তারিখে। এখন পর্যন্ত সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৪০ লাখের বেশি মানুষ।