Home জাতীয় বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে শিল্পে সমৃদ্ধ করা হবে : শিল্প মন্ত্রী

বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে শিল্পে সমৃদ্ধ করা হবে : শিল্প মন্ত্রী

SHARE

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেছেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে শিল্পে সমৃদ্ধ করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এ সরকার উন্নয়নের রাজনীতি করে। নিটল নিলয় গ্রুপের নতুন প্রডাক্ট এক্সপোর্ট কোয়ালিটির টারজান পেপার যোগ হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে নতুনমাত্রা যোগ হয়ে হয়েছে। সম্ভবনাময় শিল্প পার্ক হবে। শ্রমিকদের কল্যাণে বন্ধ কল কারখানা চালু করা হচ্ছে। সরকারের একার পক্ষে উন্নয়ন সম্ভব নয়, দেশের উন্নয়নে কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে।

আজ শুক্রবার সুনামগঞ্জের ছাতকের কুমনা এলাকায় নিটল কার্টিজ পেপার মিলস লিমিটেডে নিটল নিলয় গ্রুপের নতুন পণ্য এক্সপোর্ট কোয়ালিটির টারজান পেপারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিটল নিলয় গ্রুফের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ এহসান ই এলাহী, ছাতক পৌরসভার মেয়র আব্দুল কালাম চৌধুরী, নিটল নিলয় গ্রুফের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমেদ নিলয় প্রমুখ।