Home আন্তর্জাতিক মেক্সিকোতে বাস উল্টে শিশুসহ ১১ জনের মৃত্যু

মেক্সিকোতে বাস উল্টে শিশুসহ ১১ জনের মৃত্যু

SHARE

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৭ জন।

বৃহস্পতিবার উত্তর মেক্সিকোর ক্যারিবিয়ান কোস্ট স্টেটে একটি টুরিস্ট বাস উল্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় খবরে বলা হয়, বাসটি দেশের স্যালিনাস ভিক্টোরিয়া অঞ্চলে যাবার সময় ডিজেল বহনকারী একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এরপরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই ১১ জন মারা যায়।

দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।