পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, দুনিয়ার সব রোহিঙ্গার পুনর্বাসনের ঠিকাদারি নেয়নি বাংলাদেশ।
বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে ৫ জন সরকার প্রধান আসছেন। তাদের সবার সাথে আলাদা চুক্তি হবে।
মন্ত্রী আরও বলেন,’নেপাল, মালদ্বীপ, ভুটান সকল দেশের সরকার প্রধান আসছেন। সুতরাং আমরা বিরাট উৎসব করবো। যেখানেই রাষ্ট্রনায়করা যান। সরকার প্রধানরা যান, সেখানে তো আলোচনাই হয়। ভারতের সঙ্গে তো আমাদের প্রতিদিনই আলোচনা হচ্ছে।’
এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবে ২৭শে মার্চ বলেও উল্লেখ করেন তিনি।