করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।
আজ শনিবার (২০ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৯০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে সুস্থ হয়েছেন আরও ১৫৭৭ জন।