Home জাতীয় করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬৮

করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬৮

SHARE

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।

আজ শনিবার (২০ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৯০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে সুস্থ হয়েছেন আরও ১৫৭৭ জন।