Home খেলা হারের কারণ জানালেন তাসকিন

হারের কারণ জানালেন তাসকিন

SHARE

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পরও সিরিজে ফেরার আশা টাইগারদের।
মানচিত্র
ডানেডিনে প্রথন ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে সবক’টি উইকেট হারিয়ে ১৩১ রানে করে। জবাবে ব্যাটিংয়ে নেমে ২১.২ ওভারে ২ উইকেটে ১৩২ রানের লক্ষ্য পূরণ করে ব্ল্যাকক্যাপরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সংবাদ সম্মেলনে ম্যাচ হারার কারণ হিসেবে তাসকিন জানান, প্রথম ওয়ানডেতে বড় স্কোর করতে না পারাটাকেই টাইগারদের হারের মূল কারণ।’

তিনি আরও জানান, ‘ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারিনি আমরা। ২৬০-২৭০ রান করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। বোলারদের প্রস্তুতি ভালো ছিলো। তবে রান কম হয়ে যাওয়ায় প্রেসারে ভালো পারফর্ম করতে পারেনি সবাই। নিউজিল্যান্ড বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি। নিজেদের মাঠে তারা আরো ভয়ঙ্কর। আমাদের হাতে আরো দুই ম্যাচ আছে। আশা করছি আমরা ভালো খেলেই ঘুরে দাঁড়াবো।’