Home খেলা লেওয়ানডস্কির হ্যাটট্রিকে স্টুয়ার্টগার্টের বিপক্ষে বায়ার্নের বড় জয়

লেওয়ানডস্কির হ্যাটট্রিকে স্টুয়ার্টগার্টের বিপক্ষে বায়ার্নের বড় জয়

SHARE

বুন্দেজ লিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকে স্টুয়ার্টগার্টের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে পোলিশ তারকার তিন গোল ছাড়াও অপর গোলটি করেছেন সার্জ গ্যানাব্রি। চারটি গোলই এসেছে প্রথামার্ধে।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় ম্যাচের ১২তম মিনিটে লাল কার্ড দেখে বিদায় নেন আলফোনসো ডাভিয়েস।

১৭, ২৩ ও ৩৯ মিনিটে গোল তুলে হ্যাটট্রিক আদায় করেন লেওয়ানডস্কি। এতে চলতি মৌসুমে ৩৬ ম্যাচে ৪২ গোল করলেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অন্যদিকে ম্যাচের ২২ মিনিটে গোলটি করেন জার্মান ফরোয়ার্ড গ্যানাব্রি।

এই জয়ে শীর্ষ স্থান আরও পোক্ত করল মিউনিখের দলটি। জার্মান লিগে ২৬ ম্যাচ শেষে ১৯ জয়ে মোট পয়েন্ট ৬১। সমান ম্যাচে ৯ জয়ে স্টুয়ার্টগার্টের পয়েন্ট ৩৬।