আগামীকাল অনুষ্ঠিত হবে চলচ্চিত্রের কাপ্তান হিসেবে পরিচিত পরিচালকদের নির্বাচন। ২০২১-২২ মেয়াদের নির্বাচনে এবার অংশ নিচ্ছে ৩টি প্যানেল। নির্বাচিত হলে ভঙ্গুর এই চলচ্চিত্র শিল্পকে ঘুরে দাঁড়াতে সব ধরনের কাজ করার কথা জানান প্রার্থীরা।
পরিচালকদের নানামুখি সুযোগ-সুবিধার পাশাপাশি চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ১৯৮১-৮২ সালে গঠিত এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আলমগীর কুমকুম এবং মহাসচিব ছিলেন আমজাদ হোসেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন নির্মাতারা নির্বাচিত হয়েছেন এই সংগঠনে।
২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৩টি প্যানেল। যেখানে সভাপতি পদে লড়ছেন সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ এবং কাজী হায়াৎ।
অংশগ্রহণকারী প্রতিটি প্যানেলেই রয়েছেন টিভি ঘরানার তরুণ চলচ্চিত্র নির্মাতারা। নবীন প্রবীণের মেলবন্ধনে এবার চলচ্চিত্রের সুদিন ফেরার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ প্রকটভাবে আসায় পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী রীতিতে। নির্বাচনের দিন এফডিসির মূল ফটক থাকবে বন্ধ। ভোটার কার্ডধারীরাই শুধু প্রবেশ করতে পারবেন বিএফডিসিতে।