Home খেলা সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রবি ফ্রাইলিঙ্ক

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রবি ফ্রাইলিঙ্ক

SHARE

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রবি ফ্রাইলিঙ্ক। মঙ্গলবার (৩০ মার্চ) আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসরের বিষয়ে নিশ্চিত করেন তিনি।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন মাত্র ৩টি টি-টোয়েন্টি। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছিল তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। শুরুতে চিটাগাং ভাইকিংসের হয়ে নজরকাড়া পারফরমেন্স করেন তিনি। সবশেষ আসরে খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।

অবসরের ঘোষণা দিয়ে ফ্রাইলিঙ্ক বলেন, ক্রিকেটটা দারুণ উপভোগ করেছি আমি। সতীর্থদের অনেক মিস করব।’

ফ্রাইলিঙ্ক ১৭ বছর পেশাদার ক্রিকেট খেলেছেন তিনি।