করোনা আক্রান্ত হয়েছে য়্যুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। ইতালির হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলে ক্লাবে যোগ দেবার আগে কোভিড টেস্টে পজেটিভ আসেন বনুচ্চি।
ক্লাবের সহ অধিনায়কের করোনা আক্রান্ত হবার খবর নিশ্চিতি করেছেন য়্যুভেন্টাস কর্তৃপক্ষ। ৩৩ বছর বয়সি এই ডিফেন্ডার এখন তুরিনে নিজের বাড়িতে আইসোলেশনে আছেন।
বনুচ্চি ছাড়াও ইতালি জাতীয় দলের চার জন কোচিং স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। কেবল বনুচ্চি নয় য়্যুভেন্টাসের টার্কিশ তারকা মেরিহ দেমিরালও করোনা আক্রন্ত হয়েছেন।