Home আন্তর্জাতিক করোনায় প্রথমবার দৈনিক মৃত্যু ৪ হাজার ছাড়ালো ব্রাজিলে

করোনায় প্রথমবার দৈনিক মৃত্যু ৪ হাজার ছাড়ালো ব্রাজিলে

116
0
SHARE

মহামারির একবছরে প্রথমবার দৈনিক মৃত্যু ৪ হাজার ছাড়ালো ব্রাজিলে। ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৩ হাজার মানুষের দেহে মিললো করোনাভাইরাস। বিশ্বজুড়ে আরও সাড়ে ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনা। মোট প্রাণহানি ২৮ লাখ ৮৫ হাজার ছাড়ালো।

দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনও ভারত। ২৪ ঘণ্টায় সোয়া লাখ মানুষের দেহে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। দেশটিতে মঙ্গলবার সাড়ে ৬শ’ মানুষ মৃত্যুবরণ করেছেন করোনায়।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৯৩ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটির ৬১ হাজারের বেশি মানুষের শরীরে নতুন করে শনাক্ত হলো ভাইরাস। চারশ’র বেশি মৃত্যুবরণ করেছেন ইতালি ও ইউক্রেনে।

এদিকে, ফ্রান্স-রাশিয়া ও ফিলিপাইনে মারা গেছেন ৪শ’র কাছাকাছি মানুষ। বিশ্বজুড়ে মোট সংক্রমণ ১৩ কোটি ৩০ লাখের ওপর।