Home আন্তর্জাতিক ভারতে প্রথমবার একদিনে ১ লাখ ২৬ হাজার শনাক্তের রেকর্ড

ভারতে প্রথমবার একদিনে ১ লাখ ২৬ হাজার শনাক্তের রেকর্ড

SHARE

ভারতে দিনদিনই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। দৈনিক সংক্রমণে বিশ্বে এখনও শীর্ষে দেশটি। বুধবার প্রথমবারের মতো সংক্রমণ শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৫ হাজার।

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। সক্রিয় সংক্রমণের সংখ্যা ৯ লাখের বেশি। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। রেকর্ড ৬০ হাজারের কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে রাজ্যটিতে।

বুধবার কেবল মুম্বাইতেই আক্রান্ত শনাক্ত হয় ১০ হাজারের ওপর রোগী। মহারাষ্ট্রের পর প্রথম রাজ্য হিসেবে ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশে ৪ হাজার ও গুজরাটে সাড়ে তিন হাজারের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় কড়াকড়ি বাড়িয়েছে ছত্তিশগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। কানপুর ও বারানসিতে জারি হয়েছে নাইট কারফিউ।