Home খেলা প্রতিশোধের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ইউনাইটেডের জয়

প্রতিশোধের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ইউনাইটেডের জয়

SHARE

প্রথম পর্বে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার টটেনহ্যামের মাঠে জয় তুলে নিয়ে তার বদলা নিল উলে গুনার সুলশারের দল। ঘুরে দাঁড়ানো দারুণ এক জয়ে শীর্ষ চারের লড়াইয়েও নিজেদের এগিয়ে নিল অনেকটা।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। গত অক্টোবরে আসরে প্রথম দেখায় ইউনাইটেডের মাঠে ৬-১ গোলে জিতেছিল টটেনহ্যাম।

এদিন প্রথমার্ধে সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে একে একে গোল এনে দেন ফ্রেদ, এডিনসন কাভানি ও ম্যাসন গ্রিনউড।

লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইউনাইটেড। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে শীর্ষে। ৩১ ম্যাচে ৪৯ পয়েন্টে নিয়ে হোসে মরিনহোর টটেনহ্যাম আছে সপ্তম স্থানে।