Home আন্তর্জাতিক বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি আরও সাড়ে ১২ হাজার

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি আরও সাড়ে ১২ হাজার

SHARE

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে আবারও সাড়ে ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৯ লাখ ৭১ হাজার।

দৈনিক মৃত্যুর শীর্ষে এখনও ব্রাজিল। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। করোনা শনাক্ত হয়েছে ৮০ হাজারের বেশি।

অন্যদিকে, করোনা সংক্রমণের দিক থেকে শীর্ষে ভারত। দিনের তৃতীয় সর্বোচ্চ ৮শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আরও ৭৬ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। ফ্রান্স ও পেরুতে করোনায় সাড়ে তিনশ’র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

একদিনে বিশ্বজুড়ে করোনা শনাক্ত ৭ লাখ ২৯ হাজারের ওপর। মোট সংক্রমিত ১৩ কোটি ৮০ লাখের বেশি।