Home খেলা গার্দিওলার অধীনে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিতে সিটি

গার্দিওলার অধীনে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিতে সিটি

SHARE

কোচ পেপ গার্দিওলার অধীনে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে শেষ চারের টিকিট কেটেছে সিটিজেনরা।

ইতিহাদে প্রথম লেগে ২-১ ব্যবধানের জয় সম্বল করে জার্মান সফরে যায় গার্দিওলার দল। ফিরতি লেগে ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় সিটি। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করলো ইংলিশ জায়ান্টরা।

ম্যাচের শুরুতে সিটিকে ভয় পাইয়ে দিয়েছিল ডর্টমুন্ড। ১৫তম মিনিটে কোনাকুনি দুর্দান্ত শটে জার্মান ক্লাবটিকে এগিয়ে দেন ১৭ বছর বয়সী ইংলিশ তারকা জুড বেলিংহাম। সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ডর্টমুন্ড।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সিটি। ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন ডর্টমুন্ডের এমরে কেন। পেনাল্টি পায় সিটিজেনরা। ৫৫তম মিনিটে সফল স্পট-কিকে দলকে সমতায় ফেরান রিয়াদ মাহরেজ। এরপর ডর্টমুন্ডের শেষ চারে যাওয়ার স্বপ্ন কেড়ে নেন ফিল ফোডেন। ৭৫তম মিনিটে বার্নার্দো সিলভার পাস থেকে সিটিকে জয়সূচক গোল এনে দেন এই ইংলিশ মিডফিল্ডার।

এই নিয়ে কোচ গার্দিওলার অধীনে প্রথমবারের মতো শেষ চারে উঠল সিটি। এর আগে বার্সেলোনাকে দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতানো স্প্যানিশ কোচের অধীনে তাদের দৌড় ছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত।

সিটিকে শেষবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারে দেখা গেছে ২০১৫/১৬ মৌসুমে। ইতিহাদে কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির শেষ মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিতে উঠেছিল সিটিজেনরা।

অন্যদিকে এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটাও ফিকে হয়ে গেলো ডর্টমুন্ডের। কারণ চলতি বুন্দেসলিগায় তারা আছে পঞ্চম স্থানে। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে ঘরোয়া লিগে সেরা চারে থাকতে হবে তাদের। কিন্তু চারে থাকা এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে ডর্টমুন্ড।