Home খেলা আইপিএল: রাতে মাঠে নামবে পাঞ্জাব-চেন্নাই

আইপিএল: রাতে মাঠে নামবে পাঞ্জাব-চেন্নাই

SHARE

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে আজ মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। নিরপেক্ষ ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

আইপিএলের ১৪তম আসর জয় দিয়ে শুরু করেছে পাঞ্জাব কিংস। অন্যদিকে, প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাবের ক্যাপ্টেন লোকেশ রাহুলের ব্যাট জ্বলে উঠেছে বারবার। শেষ ম্যাচেও তার ব্যাট থেকে এসেছে ৯১ রান। পাঞ্জাবে আছে ইউনিভার্স বস ক্রিস গেইল। মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরানরা মাতাবেন মাঠ। চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন রায়না, রাইডু, ডু-প্লেসিরা। ফিনিশিংয়ে ক্যাপ্টেন ধোনিতো আছেনই।

তবে বোলিং ডিপার্টমেন্টে দুর্বল চেন্নাই। গেল ম্যাচে খরুচে বোলিং করেছে পাঞ্জাবের বোলাররাও। জয়ের প্রেডিকশনে এগিয়ে প্রীতিজিনতার পাঞ্জাব। আসরে প্রথম জয় তুলে নিতে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।