Home খেলা গ্রানাডাকে হারিয়ে সেমিফাইনালে ম্যানইউ

গ্রানাডাকে হারিয়ে সেমিফাইনালে ম্যানইউ

SHARE

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে গ্রানাডার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

ফিরতি লেগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছে তারা। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাব গ্রানাডাকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওলে গুনার শুলসারের শিষ্যরা।

ঘরের মাঠে ৬ মিনিটের মাথায়ই এগিয়ে যায় ম্যানইউ। এ সময় হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এডিনসন কাভানি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটি ছিল তার ৫০তম গোল। ম্যাচের ৯০ মিনিটে গ্রানাডার জেসাস ভালেজো আত্মঘাতী গোল করে ম্যানইউকে ২-০ ব্যবধানের জয় উপহার দেন।

সেমিফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে। তারা আয়াক্স আমস্টারডামের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে।