Home বিনোদন করোনা আক্রান্ত হয়ে সবাইকে যে অনুরোধ করলেন অর্জুন রামপাল

করোনা আক্রান্ত হয়ে সবাইকে যে অনুরোধ করলেন অর্জুন রামপাল

SHARE

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলছে। প্রতিদিন প্রায় আড়াই লাখের উপরে আক্রান্ত হচ্ছে দেশটিতে৷ আক্রান্তের সংখ্যা বাড়ছে বলিউডেও। আমির খান, অক্ষয়, রণবীর কাপুর, আলিয়া, সনু সোদসহ অনেকেই এ ভাইরাসের শিকার হয়েছেন।

এবার জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা অর্জুন রামপাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের করোনা সংক্রমনের খবরটি তিনিই নিশ্চিত করেছেন। সবাইকে করোনার ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি করোনা পরীক্ষায় পজিটিভ। আপনারা সবাই দয়া করে একটু সতর্ক থাকুন। করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করছে। হাসপাতালে অক্সিজেন এবং ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে।

আপনারা দয়া করে করোনাকে একটু সতর্কতার সাথে দেখুন। আমি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছি। ডাক্তারের পরামর্শ মেনে চলছি। সর্বশেষ ১০ দিনে আমার সঙ্গে যাদের দেখা হয়েছে তারা দয়া করে করোনা পরীক্ষা করে নিন।

এই বাজে সময় আমরা একে অন্যের পাশে থাকতে চাই। আমরা একসঙ্গে করোনা মোকাবেলা করবো।’