করোনায় আক্রান্ত হলেন চিত্রনায়ক আলমগীর। গত দুই দিন ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুকে স্ট্যাটাসে খবরটি জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।
তিনি লিখেছেন, খবরটা লিখতে চেয়েছিলাম না। কারণ আলমগীর ভাই নিষেধ করেছিলেন।কিন্তু না জানালে আমার অন্যায় হবে,তাই দোয়া চাচ্ছি সবার কাছে। আলমগীর ভাই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই দিন আগে। শারিরীকভাবে তিনি ভালো আছেন। সবাই দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
জানা গেছে, গেলো ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে তার। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গেলো ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।