Home জাতীয় ‘করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশ এগিয়ে’

‘করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশ এগিয়ে’

SHARE

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের প্রাপ্যতা নিয়ে অনেক অপপ্রচার চললেও বাস্তবতা ভিন্ন। করোনার টিকা দেয়ার ক্ষেত্রে, এমনকি করোনা মোকাবিলার ক্ষেত্রেও অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশ এগিয়ে আছে।

আজ বুধবার সচিবালয় ক্লিনিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনার সেকেন্ডে ডোজ দেয়ার ক্ষেত্রে জনমনে সংশয় তৈরি করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইতোমধ্যে ১৭ লাখ মানুষ করোনার সেকেন্ড ডোজ নিয়েছেন। করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে।