গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন। এর আগে গতকালও ৯১ ও গত পরশু সর্বোচ্চ ১১২ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৬৮৩ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও চার হাজার ২৮০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৩২ হাজার ৬০ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও চার হাজার ২৮০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ।