ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ের জন্য মার্চ মাসের প্রায় পুরোটা সময় বাংলাদেশ ছিলেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক।
শুটিং এর কাজ শেষ করে চলতি মাসের শুরুতে কলকাতা হয়ে মুম্বাই ও হায়দরাবাদে যাওয়ার কথা ছিল এই নায়িকার। কারণ, বাংলাদেশি ছবির পর বলিউড ও দক্ষিণ ভারতীয় দুটি সিনেমাতে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু কলকাতা ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘গত মাসে শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবির শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা ছিল সেটা। এরপর কলকাতা ফিরেই শরীরটা খারাপ করল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছি। এছাড়া কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় আপাতত আর শুটিং করছি না।’
‘অন্তরাত্মা’র জন্য ১০ মার্চ ঢাকায় আসেন ভারতের কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ১১ মার্চ থেকে পাবনায় ছবিটির শুটিং হয়। এর কাজ চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলেছে। এতে শাকিবের নায়িকা হিসেবে তাকে পাওয়া যাবে। সোহানী হোসেনের গল্পে এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।