Home বিনোদন এবার রমজান উপলক্ষে আরবি ভাষার গান গাইলেন হিরো আলম

এবার রমজান উপলক্ষে আরবি ভাষার গান গাইলেন হিরো আলম

SHARE

একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় থাকেন অনলাইন সেলিব্রেটি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি কিছু একটা করছেন, সেটা প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে যায়।

তারই ধারাবাহিকতায় গত বছর ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও সেই গান তাকে বিতর্কিত করেছে। মামলাও খেয়েছেন ‘বাবু খাইছো’ গান নকলের অভিযোগে।

এরপর হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন হিরো আলম। হাসির পাত্র হয়েছেন ভুল উচ্চারণে বেসুরো গলায় চাইনিজ গান গেয়েও। তাতে কি, থামার পাত্র হিরো আলম নন।

এবার তিনি গাইলেন আরবি গান৷ বৃহস্পতিবার (২২ এপ্রিল) গানটির টিজার হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘মাহে রমজান ও ঈদকে সামনে রেখেই গানটি করা। আশা করি গানটি সবার ভালো লাগবে। খুব শিগগিরই গানটি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।’

প্রসঙ্গত, নিজের বানানো মিউজিক ভিডিও দিয়ে ডিশ ব্যবসায়ী থেকে রাতারাতি আলোচনায় চলে আসেন হিরো আলম৷ এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেনি। তিনি অংশ নিয়েছিলেন জাতীয় নির্বাচনেও। সেখানে জামানত হারিয়েছেন৷