ভ্যাকসিনের পর এবার করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ বাজারে আনার ঘোষণা দিল ফাইজার। চলতি বছরের শেষ নাগাদই এই ওষুধ বাজারে আনবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিষ্ঠানটির সিইও অ্যালবার্ট বোরলা।
তিনি বলেন, মুখে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে ওষুধটি। কোভিডের নতুন নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে ওষুধটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ জানান তিনি। যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামে চালানো ট্রায়ালে সাফল্যের দাবিও করেন অ্যালবার্ট।
তিনি আরও জানান, দুটি অ্যান্টিভাইরালের পরীক্ষা চালাচ্ছেন তারা। এগুলোর একটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগের জন্য। অপরটি খাওয়ার। মুখে ব্যবহারের ওষুধের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে ফাইজার। কারণ এতে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা কমে যাবে।