ভারতে করোনায় মৃত্যুতে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে।
আজ বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে। এটি বিশ্বজুড়ে দৈনিক শনাক্তের আরেকটি রেকর্ড। এই নিয়ে টানা ৮ দিন ধরে ভারতে ৩ লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হলো।
একই দিন দেশটি মৃত্যুর সংখ্যায়ও নতুন উচ্চতায় উঠেছে, মারা গেছেন রেকর্ড ৩ হাজার ৬৪৫ জন।
দেশটিতে মহামারীতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ২ লাখ ছাড়িয়ে গেছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ছাড়িয়ে গেছে।
ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে এক লাখ ছয় হাজারের বেশি। ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার।
করোনায় বিপর্যস্ত ভারতের জন্য সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে। ভাইরাসটি মোকাবিলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। এক ফোনালাপে পাশে দাঁড়ানোয় রুশ প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিনকে এজন্য ধন্যবাদও জানান ভারতের প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ড, ফ্রান্সসহ অন্যান্য দেশও ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে।