Home আন্তর্জাতিক ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ লাখ ৮৬ হাজার আক্রান্ত

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ লাখ ৮৬ হাজার আক্রান্ত

111
0
SHARE

ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ভারতের দৈনিক সংক্রমণ পৌঁছে গেল চার লক্ষের আরও কাছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। এই সংখ্যক আক্রান্ত গোটা অতিমারি পর্বে হয়নি কোনও দেশে। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের নিরিখে ভারতের আগে শুধু আমেরিকা।

সংক্রমণের পাশাপাশি দেশে দৈনিক মৃত্যু পৌঁছে গেছে সাড়ে তিন হাজারের আশপাশে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে কোভিডের জেরে দেশটিতে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে দৈনিক মৃত্যু ৭০০-র বেশি। দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাতেও রোজ মৃতের সংখ্যা উল্লেখযোগ্য। বাকি রাজ্যগুলিতেও দৈনিক মৃত্যু বেড়েছে গত কয়েকদিনে।

নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের। গোটা অতিমারি পর্বে এক দিনে এত লোকের করোনা পরীক্ষা এর আগে হয়নি। গত দু’সপ্তাহ ধরেই দেশের সংক্রমণের হার রয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় তা ২০.১৩ শতাংশ। এর পাশাপাশি দেশে টিকাকরণও চলছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকা না পাওয়ার অভিযোগ উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ভারতে ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯।