Home আন্তর্জাতিক বিশ্বজুড়ে ৩২ লাখের কাছাকাছি করোনায় প্রাণহানি

বিশ্বজুড়ে ৩২ লাখের কাছাকাছি করোনায় প্রাণহানি

SHARE

বিশ্বে ৩২ লাখের কাছাকাছি পৌঁছে গেছে করোনায় প্রাণহানি। ২৪ ঘণ্টায়ও ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো- ভাইরাসের প্রকোপে।

দিনে ২৮শ’র বেশি মৃত্যুতে ব্রাজিলে মোট প্রাণহানি ৪ লাখের ওপর। লাতিন দেশটিতে আরও ৭৩ হাজারের ওপর মানুষের দেহে মিললো- করোনা।

যুক্তরাষ্ট্রেও একদিনে ৭৭০ জন মারা গেলেন ভাইরাসের প্রকোপে; শনাক্ত ৬০ হাজারের কাছাকাছি। শুক্রবার মেক্সিকো-কলম্বিয়ায় ৫ শতাধিক মৃত্যু হয়েছে।

এছাড়া তুরস্ক, ইরান ও পোল্যান্ডে দিনে চারশ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন কোভিডে। দেশগুলোয় হঠাৎ-ই বেড়েছে ভাইরাসের বিস্তার। বিশ্বে একদিনে ৮ লাখ ৬৬ হাজারের বেশি মানুষের দেহে মিললো- করোনা। মোট সংক্রমিত ১৫ কোটি ২০ লাখের মতো।