Home খেলা সব আশা শেষ রোনালদোদের

সব আশা শেষ রোনালদোদের

SHARE

দীর্ঘ ১১ মৌসুম পর ইতালিয়ান সিরি এ’র শিরোপা জেতার নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে ইন্টার মিলান। লিগের বাকি থাকা চার ম্যাচে আর মাত্র ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা।

শনিবার রাতে ক্রোতোনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শিরোপা স্বপ্ন আরও শক্ত করেছে অ্যান্তনিও কন্তের দল। ফলে শেষ হয়ে গেছে সিরি এ’র টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের সব গাণিতিক সম্ভাবনাও।

প্রতিপক্ষের মাঠে খেলা ম্যাচটিতে একের পর এক আক্রমণ করেছে ইন্টার। কিন্তু প্রত্যাশামাফিক গোল তারা পায়নি। প্রথমার্ধ গোলশূন্য কাটার পর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের সময় প্রথম গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন।

এর পর দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিট পর্যন্ত। এবার স্কোরশিটে নাম তোলেন আশরাফ হাকিমি। যার সুবাদে ২-০ গোলের সহজ জয় পায় ইন্টার।

লিগের ৩৪ ম্যাচ শেষে ২৫ জয় ও ৭ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইন্টার। দুই নম্বরে থাকা এসি মিলানের সংগ্রহ ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট। ফলে তারা শেষ চার ম্যাচ জিতলেও ইন্টারের ৮২ পয়েন্ট টপকাতে পারবে না।

কিন্তু গাণিতিকভাবে আশা রয়েছে তিন নম্বরে থাকা আটলান্টার। তাদের ঝুলিতে রয়েছে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচ জিতলে আটলান্টার পয়েন্টে বেড়ে হবে ৮৩। সেক্ষেত্রে ইন্টার নিজেদের বাকি সব ম্যাচ হারলে সুযোগ থাকবে আটলান্টার।

এদিকে ইন্টারের সবশেষ জয়ে সব আশা শেষ হয়ে গেছে সিরি এ’র টানা নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের। ক্রিশ্চিয়ানো রোনালদোরা ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন পাঁচ নম্বরে। শেষের পাঁচ ম্যাচ জিতলেও ইন্টারকে টপকাতে পারবেন না তারা।