Home জাতীয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

SHARE

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে বলে জানিযেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কঠোর বিধিনিষেধ চলাকালীন আন্তঃনগর গণপরিবহন চলবে। তবে আন্তঃনগর গণপরিবহন না চললেও জেলার ভেতর বাস চলতে পারে। এ ছাড়া ট্রেন-নৌযানও বন্ধ থাকবে। শপিংমল-মার্কেটে কেনাকাটায় স্বাস্থ্যবিধি যথাযথ না মানলে দোকান বন্ধ করে দেয়া হবে এবং একই সঙ্গে জরিমানাও করা হবে।

বর্তমান কঠোর বিধিনিষেধ ঈদের পর পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান মন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনার টিকার বিষয়ে জানান, ১০ মের মধ্যে চীন থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা আসবে।