Home খেলা দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

SHARE

ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। একটি চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন দু’জন।

আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই দুই ক্রিকেটারকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে বিসিসিআইয়ের সহায়তায় আহমেদাবাদ থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আজ তারা দেশে ফিরলেন।

এদিকে দেশে ফিরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী সাকিব-মুস্তাফিজ’কে এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানা গেছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব-মুস্তাফিজ।

বিসিবি তাদের কোয়ারেন্টাইনের সময়সীমা কমানোর আবেদন করলেও, তাতে সায় দেয়নি স্বাস্থ্য বিভাগ।