স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক ছাউনিতে বন্দি থাকা গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৮ মে) বিকেলে, চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী বলেন, শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসতে না পারে জিয়া সরকার বহু ষড়যন্ত্র করেছেন। তাকে টুঙ্গিপাড়ায় ও ধানমন্ডির বাসায় প্রবেশ করতে দেয়নি।
দীর্ঘ চল্লিশ বছর বহুবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তাই তো ঢাকার বুকে জাফরুল্লাহ এবং রাজশাহীতে মিজানুর রহমান মিনু আরেকটি ১৫ আগস্টের ইঙ্গিত দেন। দেশে অনেক উন্নয়ন হয়েছে জানিয়ে মন্ত্রী তরুণদের সংযত থাকার আহ্বান জানান তিনি।