Home জাতীয় ঢাকায় আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকির

ঢাকায় আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকির

SHARE

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকির। ২৫ থেকে ২৭ মে তিনি ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন।
জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকায় অবস্থানকালে বৈশ্বিক সমস্যা, বহু পক্ষীয় ব্যবস্থা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি একটি বক্তৃতা দেবেন। এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।