অনুশীলনে ব্যাটিং, বোলিং করলেও টাইগারদের বাড়তি মনযোগ ফিল্ডিংয়ে। লংকানদের হারিয়ে সুপার লিগে পয়েন্ট বাড়ানোর টার্গেট মুস্তাফিজদের।
হোম অব ক্রিকেটে নিবিড় অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান। কদিন বাদেই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, প্রত্যাশা মেটাতে নিজেকে প্রস্তুত করছেন টাইগার অলরাউন্ডার। পর্যাপ্ত অনুশীলন করতে না পেরে হতাশ মুস্তাফিজ। কোভিড পরিস্থিতিতে কারো প্রতি দোষারোপ করারও সুযোগ নেই। তবে লঙ্কানদের চেয়ে নিজেদেরকেই এগিয়ে রাখছেন কাটার মাস্টার। দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে টাইগার স্কোয়াড।
ইয়াং শরিফুলের গতিতে পরাস্ত সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ব্যাট হাতেই ভুগছেন টাইগার অলরাউন্ডার। আইপিএলেও ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই। এবার ঘরের মাঠে লঙ্কা মিশন। পারবেন তো প্রত্যাশা মেটাতে?
ব্যাট হাতে যেমন তেমন বোলিংটা আছে আগের মতোই। ১২ দিনের একাকিত্ব কাটিয়ে তাই, আগেভাগে বোলিংটাই ঝালিয়ে নিয়েছেন। সিংহলিজদের বিপক্ষে টাইগার পোস্টার বয়ের অতীত রেকর্ড খুব একটা আশা জাগাচ্ছে না। ব্যাটিংয়ে ত্রিশের উপর গড় ৷ ২২ ম্যাচে সেঞ্চুরি নাই একটাও। বল হাতে আরো খারাপ অবস্থা, ঝুলিতে মোটে ১৫টা উইকেট।
সাকিব ছন্দ হারিয়েছেন তো ফর্মে ফিরেছেন মুস্তাফিজ। আইপিএলে দেখা গেছে পুরোনো সেই কাটার মাস্টারকে। তবে কোয়ারেন্টিন ইস্যুতে সব মিলিয়ে ১৯ দিন ছিলেন ঘরবন্দি, প্রস্তুতিতে ছেদ পড়েছে। আশায় আছেন ফিজ, বাকি তিন দিনে কাটিয়ে উঠবেন কিছুটা।
সিরিজ শুরু হতে বাকি আর মোটে তিন দিন। পুরো স্কোয়াড একসাথে পেলেও বৃষ্টি বাধায় মঙ্গলবার অনুশীলন হয়নি ঠিকঠাক। বুধবার সব বিভাগেই ঝালিয়ে নিতে হয়েছে টাইগারদের। যদিও গুরুত্বটা ছিল ফিল্ডিং বিভাগেই।
এবারের শ্রীলঙ্কা দল বেশ নবীন। তাতে অবশ্য রিলাক্স থাকার সুযোগ নেই। সুপার লিগের খেলা, ছাড় দেবে না কেউ। তবুও সিরিজ জয় সম্ভব, বলছেন মুস্তাফিজ।
বৃহস্পতিবার নিজেদের মধ্যে ভাগাভাগি করে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। বিকেএসপিতে হবে ম্যাচ।