Home বিনোদন আগামিকাল আসছে ‘লিডার’-এর ফার্স্টলুক

আগামিকাল আসছে ‘লিডার’-এর ফার্স্টলুক

SHARE

ঘোষণার শুরু থেকেই আলোচনায় শুটিংয়ের অপেক্ষায় থাকা শাকিব-বুবলীর নতুন সিনেমা ‘লিডার আমি বাংলাদেশ’। এবার সিনেমাটির নির্মাতা তপু খান দিলেন সুখবর। শুক্রবার বিকেলে প্রকাশ হবে সিনেমাটির ফার্স্টলুক।

নির্মাতা বলেন, শুক্রবার বিকেল ৪টায় সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। করোনার কারণে এতদিন আমরা শুটিং করতে পারিনি। না হলে এতোদিনে আমাদের কাজ শেষ হয়ে যেত। আমার পুরো টিম শুটিংয়ের জন্য প্রস্তুত। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।

‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি)।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। চলতি বছরের কোনো একটি বিশেষ দিবসে মুক্তি পেতে পারে সিনেমাটি।