Home আন্তর্জাতিক গাজায় গৃহহীন হয়ে পড়েছে ৭৫ হাজার ফিলিস্তিনি: জাতিসংঘ

গাজায় গৃহহীন হয়ে পড়েছে ৭৫ হাজার ফিলিস্তিনি: জাতিসংঘ

SHARE

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা একাদশতম দিনে গড়িয়েছে। কেবল হামাস নিয়ন্ত্রিত এই অঞ্চলটিতেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে। আর গৃহহীন হয়েছেন ৭৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক। আজ বৃহস্পতিবার (২০ মে) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

জাতিসংঘের মানবিক বিষয়সমূহের সমন্বয় অফিসের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লার্কে বলেন, সার্বিকভাবে গাজার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। সহিংসতায় অংশ নেওয়া সকল পক্ষের উচিত চূড়ান্ত যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে মানবিক বিরতিতে রাজি হওয়া।

ওসিএইচএ জানিয়েছে, গত ১০ মে থেকে এখন অবধি গাজা উপত্যকায় ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৪৭ হাজার মানুষ নিজেদের নিরাপত্তা দাবি করেছে। তারা বর্তমানে গাজায় জাতিসংঘ নিয়ন্ত্রিত ৫৮টি স্কুলে আশ্রয় নিয়েছে।

এদিকে, গাজায় ফিলিস্তিন সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সেখানে ৩২২ মিলিয়নের বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ১৮৪টি আবাসিক ভবন, বাড়ি এবং ৩৩টি মিডিয়া সেন্টার। যেগুলোর মূল্য প্রায় ৯২ মিলিয়ন ডলার।