Home বিনোদন মা হারালেন অরিজিৎ সিং

মা হারালেন অরিজিৎ সিং

SHARE

মা হারালেন বলিউড গায়ক অরিজিৎ সিং। বুধবার রাত এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা অদিতি সিং। করোনায় আক্রান্ত হন অদিতি। মাকে চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন ও পরে কলকাতায় নিয়ে আসেন অরিজিৎ। একমো ভেন্টিলেশনে ছিলেন তিনি। তার মাঝেই হয় ব্রেন স্ট্রোক । সেখান থেকেই শরীরের অবনতি। প্রয়োজন হয় রক্তের। এ নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল।

বিরল ব্লাড গ্রুপ হওয়ায় তা পাওয়া ছিল চ্যালেঞ্জ। এগিয়ে আসেন বেশ কয়েকজন। রক্ত দেওয়ার পর অবস্থার একটু উন্নতিও হয়েছিল। সঙ্গে ছিলেন অরিজিত ও তার স্ত্রী কোয়েল। এরপরই একের পর এক সমস্যা দেখা যেতে থাকে তার শরীরে। অবশেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তার। মাকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিত ও বোন অমৃতা।