Home আন্তর্জাতিক যুদ্ধবিরতি ঘোষণার পরও আল আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষ

যুদ্ধবিরতি ঘোষণার পরও আল আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষ

SHARE

জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে মারলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর টিয়ার ও বুলেট নিক্ষেপ করে। ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাসের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২০ মে) ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতির প্রস্তবে সম্মতি জানিয়ে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষার করে। শুক্রবার (২১ মে) ভোর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়।

আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েল অধিষ্ঠিত পূর্ব জেরুজালেমে উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরাও পাথর ছুঁড়ে মারেন।
পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার কথা জানিয়ে গত ১০ মে থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এ যুদ্ধে ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু এবং ৩৮ নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় নারী-শিশুসহ ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
ইরায়েলের বিমান হামলায় গাজার বড় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১ লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজায় হামাস ও অন্যান্য ইসলামপন্থী সশস্ত্র দলগুলো ৪ হাজার ৩০০–এর বেশি রকেট ছুড়েছে। এসব রকেট হামলা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে।