Home আন্তর্জাতিক ভারতে করোনায় আরও ৪১৭২ জনের মৃত্যু

ভারতে করোনায় আরও ৪১৭২ জনের মৃত্যু

SHARE

এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায়ও প্রাণহানি ঘটেছে ৪ হাজার ১৭২ জনের। এ নিয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ১১ হাজার ৪২১ জনের।

এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ২ লাখ ৮ হাজার ৮৮৬ জন। যাতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩৮২ জনে। চিকিৎসাধীন ২৫ লাখ ১ হাজার ৬৬২ জন।