এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায়ও প্রাণহানি ঘটেছে ৪ হাজার ১৭২ জনের। এ নিয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ১১ হাজার ৪২১ জনের।
এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ২ লাখ ৮ হাজার ৮৮৬ জন। যাতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩৮২ জনে। চিকিৎসাধীন ২৫ লাখ ১ হাজার ৬৬২ জন।