পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীতশিল্পী বি জে থমাস মারা গেছেন।
তার টুইটার অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তার বয়স হয়েছিল ৭৮। তিনি ফুসফুস ক্যান্সারের জটিলতায় ভুগছিলেন।
ওকলাহোমার পল্লী অঞ্চল হুগোতে জন্ম নেন এই গুণী সংগীতশিল্পী। পারিবারিক নাম ছিল বিলি জো থমাস। পরবর্তী সময়ে পরিবারের সাথে টেক্সাসের হিউস্টনে চলে আসেন।
সংগীতজীবনে পপ, গসপেল, কান্ট্রিসংয়ের মতো বিভিন্ন ঘরানার গান গেয়েছেন বি জে থমাস; জিতে নিয়েছেন সিএমএ, ডোভ, গ্র্যামির মতো পুরস্কার। বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে থমাসের, বহুবার তার গান স্থান করে নিয়েছে বিলবোর্ড টপচার্টের শীর্ষে।
হ্যাংক উইলিয়ামসের ‘আই এম সো লোনসাম আই কুড ক্রাই’-এর কাভার, গ্র্যামিজয়ী ‘(হেই ওন্ট ইউ প্লে) এনাদার সামবডি ডান সামথিং রঙ’, ‘হুকড অন আ ফিলিং’ ইত্যাদি রয়েছে তার হিটের তালিকায়।
বিলবোর্ড টপচার্টের গত ৫০ বছরের ‘টপ ফিফটি মোস্ট প্লেড আর্টিস্ট’ তালিকার একজন সংগীতশিল্পী হিসেবেও এসেছে বি জে থমাসের নাম।