Home খেলা ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত জয় পেল ব্রাজিল

ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত জয় পেল ব্রাজিল

SHARE

লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আবারো জয় পেল ব্রাজিল। এটি তাদের টানা পঞ্চম জয়। এদিন ঘরের মাঠে ইকুয়েডরকে ২-০ গোলের ব্যবধানে হারায় তারা।

দলের পক্ষে নেইমার একটি গোল করেন। অন্যটি করেন রিচার্লিসন। যেখানে বড় অবদান ছিল নেইমারেরই। ব্রাজিলের স্তাদে বেইরা রিও’তে ম্যাচটি শুরু হয় শনিবার (৫ জুন) ভোর সাড়ে ৬টায়।

বাছাইয়ের পাঁচ ম্যাচের সবগুলোতেই জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে তিতে বাহিনী।