Home বিনোদন নেতিবাচক চরিত্রে বড় পর্দায় আসছেন দীপা খন্দকার

নেতিবাচক চরিত্রে বড় পর্দায় আসছেন দীপা খন্দকার

SHARE

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তিনি বড় পর্দাতেও অভিনয় করেছেন। নায়কের বোন, নায়িকার মা হিসেবে দেখা গেছে তাকে।

এবার নেতিবাচক চরিত্রে বড় পর্দায় আসছেন দীপা খন্দকার। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দীপা। এতে খল চরিত্রে দেখা যাবে তাকে। মিশা সওদাগরের বিপরীতে অভিনয় করবেন তিনি।

এ ব্যাপারে দীপা খন্দকার বলেন, এই চরিত্রটি নেতিবাচক। ভীষণ পাওয়ারফুল একজন নারীর চরিত্রে অভিনয় করবো। এখানে দেখা যাবে, একজন নারী যতই পাওয়ারফুরই হোক না কেন, সামাজিক-পারিবারিকভাবে তাকে অনেক কিছু মেনে চলতে হয়। অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। আগামী সপ্তাহ থেকে এ ছবির কাজ শুরু হওয়ার কথা আছে।

বর্তমানে ‘গুলশান অ্যাভিনিউ-২ ’, ও ‘বাকরখানি’ সিরিয়াল নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা। সিরিয়ালের পাশাপাশি একক নাটকের অভিনয় করছেন।