Home জাতীয় ১০ লাখের অধিক টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

১০ লাখের অধিক টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

SHARE

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে ১০ লাখ ৮০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আজ (শুক্রবার) এক বার্তায় তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে ১০ লাখ ৮০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চাওয়া হয়েছিল।

তবে কবে নাগাদ এই টিকা দেশে এসে পৌঁছাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি পররাষ্ট্রমন্ত্রীর বার্তায়।

গত মঙ্গলবার (৮ জুন) মন্ত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রও এই টিকা পাঠাবে বলেছে।

এ বছরের জানুয়ারি মাসের শেষ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার শুরু হয় বাংলাদেশে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। বন্ধ হয়ে গেছে গণটিকাদান কর্মসূচি। এমনকি অ্যাস্ট্রাজেনেকার ১ ডোজ নিয়ে ২য় ডোজ পাননি প্রায় ১৪ লাখ মানুষ। এ অবস্থায় বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

ভারতের টিকা নিয়ে সংকট শুরু হওয়ার পর বাংলাদেশ রাশিয়ার টিকা স্পুটনিক ভি ও চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই তিনটি টিকার যে কোনো একটি পাওয়ার পর আবার গণটিকাদান কর্মসূচি শুরু করতে পারবে সরকার।