Home জাতীয় রাজধানীতে পিকআপ-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

রাজধানীতে পিকআপ-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

SHARE

রাজধানীর বনানী রেলস্টেশন সংলগ্ন রাস্তায় একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল জলিল মোল্লা (৪১) ওই পিকআপের চালক ছিলেন।

বনানী থানার ওসি নূরে আযম জানান, শনিবার রাত দেড়টার দিকে রেললাইন সংলগ্ন সড়কের পাশে পিকআপটি দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছিল। এ সময় বিমানবন্দরমুখী প্রাইভেটকারটি পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। তাতে পিকআপ চালকসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পিকআপ ভ্যানের চালক জলিল মোল্লাকে মৃত ঘোষণা করেন।